নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

রাইড শেয়ারিং চালকদের সড়কে আবারও আন্দোলন

Passenger Voice    |    ০২:২১ পিএম, ২০২১-০৪-০৭


রাইড শেয়ারিং চালকদের সড়কে আবারও আন্দোলন

গণপরিবহনের মতো রাইড শেয়ারিংয়ের মোটরবাইক চালকদের ওপর সরকারে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীর মগবাজারে সড়ক অবরোধ করেছেন চালকরা।

তাদের দাবি লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলেও বলবৎ রয়েছে অ্যাপ ও চুক্তিভিত্তিক মোটরবাইক চালকদের উপর। যে কারণে বাইক নিয়ে রাস্তায় নামলেই পুলিশের মামলার শিকার হচ্ছেন তারা।

অ্যাপের পাশপাশি চুক্তিতে মোটরবাইক চালান এমন একজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, রাজধানীতে আমরা হাজার হাজার চালক অ্যাপের মাধ্যমে বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছি। কিন্তু সরকারে নিষেধাজ্ঞার কারণে আমাদের পরিবার নিয়ে পথে বসার অবস্থা হয়েছে।

কামরুল নামের এই চালক বলেন, গত কয়েকদিন অ্যাপ বন্ধ থাকায় আমরা চুক্তিতেও চালাতে পারছি না মামলার ভয়ে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ বাধা দিচ্ছে। মামলা করছে। এখন গাড়ি না চালাতে পারলে আমরা খাবো কী, পরিবার নিয়ে যাবো কোথায়?

গত ৪ এপ্রিল সরকার গণপরিবহন ও রাইড শেয়ারিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করলে কয়েক দফা আন্দোলনে নামে রাইড শেয়ারিং সার্ভিসের এই মোটরবাইক চালকরা। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে অবরোধ করে রাখে তারা।