চট্টগ্রাম বিআরটিএতে আগুনে পুড়েছে গুরুত্বপূর্ণ নতিপত্র

Jahangir Alam babu    |    ০৯:০২ এএম, ২০২১-০২-১৫


চট্টগ্রাম বিআরটিএতে আগুনে পুড়েছে গুরুত্বপূর্ণ নতিপত্র

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার নতুন পাড়ায় এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টমেট্রো-১ সার্কেলের রেকর্ডরুম ও গোডাউনে  অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ০৯টার দিকে বিআরটিএর ১ নং বিল্ডিং এর দ্বিতীয় তলায় মিডিয়া রুমের বিদ্যুতের শট সাকিট থেকে এ আগুন লাগে। বিআরটিএর এই মিডিয়া রুমে যানবাহনের হাজার হাজার নথিপত্র ছিল। 

বায়েজিদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. তানভির আহমেদ বলেন, বিআরটিএ’র গাড়ির নেমপ্লেট তৈরির একটি কক্ষে আগুন লেগেছে।“প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করলেও তা তদন্ত করে দেখা হবে।”

তিনি বলেন, সাড়ে ৯টার দিকে আগুনের খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সংঘটিত হওয়ার কারণ ও ক্ষতি তদন্ত করছি।

বিআরটিএ চট্টগ্রাম শাখার একাধিক কর্মকর্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে কিকি নথিপত্রগুলো পুড়ে গেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।