বছরের শেষ দিনে অবসরে যাবে এই দুর্নীতিবাজ

চাকরীর শেষের ১৭ দিন আগে দুর্নীতিবাজ বিআরটিএর এডি আব্দুল হান্নান বরখাস্ত

Samsuddin Chowdhury    |    ১০:২৭ পিএম, ২০২০-১২-১৬


চাকরীর শেষের ১৭ দিন আগে দুর্নীতিবাজ বিআরটিএর এডি আব্দুল হান্নান বরখাস্ত


সামসুদ্দীন চৌধুরী: পাবনার গোপালপুর গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে আব্দুল হান্নান। এসএসসি পরীক্ষার সনদ অনুযায়ী ১৯৬২ সালের ১লা জানুয়ারী তিনি জন্মগ্রহন করেন। ১৯৯১ সালের ২৮ মে মোটরযান পরিদর্শক হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএতে যোগদান করেন। পরবর্তীতে ২০০৮ সালের ১৫ এপ্রিল বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। 

সরকারী চাকরি আইন ২০১৮ অনুযায়ী ৫৯ বছর পূর্ণ হওয়ায় চলতি বছরের ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছে এই সহকারী পরিচালক আব্দুল হান্নান। তবে তার এই অবসরটি সুনামের সাথে হচ্ছে না। সহকারী পরিচালক হিসেবে যোগদানের বছর খানের পরে শীর্ষ দুর্নীতিবাজদের অনুসারী হিসেবে দুর্নীতির চর্চ্চা শুরু করেন তিনি। চাকরি জীবনের ডজন খানেক দুর্নীতির মধ্যে ২০০৯ সালের ১৮ জানুয়ারি থেকে ২০১১ সালের ৩ এপ্রিল পর্যন্ত সময়ে বিআরটিএর মানিকগঞ্জ সার্কেলে সহকারি পরিচালক পদে কর্মরত থাকাকালে জালিয়াতি করে বিআরটিএ কেরানীগঞ্জ ইকুরিয়া অফিস থেকে ভুয়া কাগজপত্রে ১৮টি গাড়ির নিবন্ধন ও ছাড়পত্র দিয়ে গাড়িগুলো মানিকগঞ্জ সার্কেলের অন্তর্ভুক্ত করেছিলেন তিনি। তবে তার এই দুর্নীতির বিষয়টি সুন্দর ভাবে দেখেনি দুর্নীতি দমন কমিশন দুদক। 

তৎসময়ের দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো.আব্দুস সালাম আলী মোল্লা ২০১৬ সাথে আব্দুল হান্নানের দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জ থানায় একটি মামলা করেন। এই ঘটনায় ২০১৬ সালের ১৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন দুদক এর টিম তাকে বিআরটিএ গাজিপুর সার্কেল থেকে গ্রেফতার করে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস রহমানের আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।  এদিকে একই বছরের ২০ অক্টোবর ৩৫.০৩.০০০০.০১.০১৯.০০৩.১৬(অংশ-২).১৬-৩৪০৪ নং প্রজ্ঞাপন জারী করে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর ১১ (১) বিধি মোতাবেক তাকে বিআরটিএর তৎকালিন চেয়ারম্যান সাময়িক ভাবে বরখাস্ত করেছিল।

জেল থেকে বেরিয়ে বিআরটিএর চেয়ারম্যানের এই আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে যান তিনি। ২০১৭ সালের ০২ নভেম্বর হাইকোর্টের এক আদেশে সাময়িক বরখাস্ত আদেশ ৩ মাসের জন্য স্থগিত করে রুল জারী করে। পরে স্থগিতাদেশ আরো ৬ মাস বর্ধিত করা হয়েছেল। যা পরবর্তীতে মহামান্য সুপ্রীম কোর্টের বিজ্ঞ চেম্বার জজ আদালত কর্তৃক ৪২৮৭/২০১৭ নং লিভ টু আপীলের আদেশে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ স্থগিত করে মহামান্য সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশনে শুনানীর জন্য প্রেরণ করেন। শুনানীয়ন্তে মামান্য সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশন কর্তৃক রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞ চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেলে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। ফলে মহামান্য সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশনও এই দুর্নীতিবাজের বিপক্ষে আদেশ দেওয়ায় ২০১৬ সালের বহিস্কার আদেশটি বহাল হয়ে যায়।

এই কর্মকর্তা গত সপ্তাহেও জয়পুর হাট সার্কেলের সহকারী পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন এমন আদেশ পাওয়ায় গত ১১ ডিসেম্বর ৩৫.০৩.০০০০.০০১.১৯.০০৩.১৬(অংশ-২).১৬-৩৫০০ নং প্রজ্ঞাপন জারী করে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার মূল বেতনের অধৈক খোরাকী ভাতা, ভাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দিবে এই মর্মে তাকে জয়পুর হাট সার্কেল থেকে ক্লোজড করে। যা বিএসআর পার্ট-১ এর ৭১ বিধি ও এফ আর-৫৩ (বি) বিধি মূলে করেছেন বিআরটিএর চেয়ারম্যান। 


এদিকে ১৪ ডিসেম্বর ৩৫.০৩.০০০০.০০১.১৯.০০৩.১৬(অংশ-২).১৬-৩৫৪৮ নং প্রজ্ঞাপন জারী করে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সরকারী চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী আগ্রামী ৩১ ডিসেম্বর হতে এই সহকারী পরিচালক আব্দুল হান্নানকে চাকরি থেকে অবসর প্রদানের আদেশ দেন।