বিআরটিএ অফিসের চেয়ার-টেবিলে কাজ করছিলেন দালালরা

Passenger Voice    |    ১২:৪৪ পিএম, ২০২০-১২-১৪


বিআরটিএ অফিসের চেয়ার-টেবিলে কাজ করছিলেন দালালরা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রংপুর কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পাশাপাশি চেয়ার-টেবিলে বসে ‘কাজ’ করছিলেন কয়েক ব্যক্তি। আচমকা সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে আটক করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে জানা গেল আটকরা দালাল চক্রের সদস্য।

গতকাল রবিবার দুপুরে কাচারিবাজার এলাকার ওই অফিসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির অতিরিক্ত উপ-কমিশনার উত্তম প্রসাদ পাঠক চক্রের কাজের কৌশল সম্পর্কে বলেন, ওই দপ্তরে যাওয়া সব সেবা-প্রত্যাশিকে লম্বা সময় দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরে দালালরা বাইরে এসে তাদের সঙ্গে রফদফা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

আটককৃতরা হলেন- নগরির বাহারকাছনা এলাকার মৃত শমসের আলীর ছেলে দেলোয়ার হোসেন, একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রশিদ, কেরানীপাড়ার তমিজউদ্দিনের ছেলে লিটন সরকার, মেনহাজউদ্দিনের ছেলে রিজাউল করিম রাজু, কামারপাড়ার আবু হানিফের ছেলে হুমায়ূন কবীর ও মেডিক্যাল পূর্বগেট এলাকার আমজাদ হোসেনের ছেলে আল-আমীন।

সেবা-প্রত্যাশি অনেকের অভিযোগ, দালালদের মাধ্যম ছাড়া এই দপ্তরে কোনো কাজ হয় না। টাকা দিতে না চাইলে ধরনা দিতে দিতে অতিষ্ঠ হয়ে অবশেষে ঘুষ দিয়েই কাজ হাসিল করতে হয়।

অনেকের অভিযোগ, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনারের কার্যালয় যে ভবনে, একই ভবনের নিচতলায় বিআরটিএ অফিসটিতে দালাল চক্রের নৈরাজ্য চলে আসছে বছরের পর বছর। এর আগে দালালমুক্ত করতে অনেক চেষ্টা চললেও তাদের দমন করা যায়নি।

ডিবি জানায়, বিআরটিএ অফিসে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স করতে আসা সেবাপ্রার্থীদের বাঁধা দেওয়া, সরকারি অফিসের ডেস্কে বসে কাজ করা ও অবৈধভাবে টাকা দাবি করাসহ বিভিন্ন অভিযোগে ছয়জনকে আটক করা হয়।