স্টার লাইন পরিবহনের মালিক হাজী আলাউদ্দিন করোনা আক্রান্ত

Passenger Voice    |    ১০:২৮ এএম, ২০২০-০৮-২২


স্টার লাইন পরিবহনের মালিক হাজী আলাউদ্দিন করোনা আক্রান্ত

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন। শুক্রবার (২২ আগস্ট) রাতে রাজধানীর উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

হাজী আলাউদ্দিনের ছোট ভাই স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন জানান, গত কয়েকদিন অসুস্থবোধ করায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসার জন্য শুক্রবার তাকে রাজধানীর উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি ডা. শোয়াইবের তত্ত্বাবধানে রয়েছেন।

মাইন উদ্দিন আরও জানান, মেয়র হাজী আলাউদ্দিনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তার শরীরের বেশ কয়েকটি টেস্ট করা হয়েছে। সেগুলোর রিপোর্ট পাওয়া গেলে ওনার শারীরিক অবস্থা বোঝা যাবে। এর আগে মেয়রের পরিবারের আরও কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা নিয়ে তারা এরই মধ্যে সুস্থ হয়েছেন।