ফ্লাইট বিলম্বিত হওয়ার প্রভাব পড়ছে মূল সড়কে

Passenger Voice    |    ০২:৪৯ পিএম, ২০২৬-০১-০১


ফ্লাইট বিলম্বিত হওয়ার প্রভাব পড়ছে মূল সড়কে

“যাত্রীদের নিয়ে আসা গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়া এবং ভেতরে যেতে সময় লাগছে। এর প্রভাব মূল সড়কে এসে পড়ায় কিছুটা জ্যামের সৃষ্টি হয়েছে।" কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা ব্যাহত হওয়ায় কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। আর ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীর চাপ পড়েছে সড়কে, দেখা দিয়েছে যানজট।

বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, কুয়াশার কারণে বৃহস্পতিবার সকালে কিছু ফ্লাইট পরিচালনায় 'অপারেশনাল ডিলে' হয়েছে। “সে কারণে কিছু ফাইটের সময়সূচি একটু পিছিয়েছে। তবে কোনো ফ্লাইটকে ডাইভারশন দেওয়া হয়নি বা অন্য কোনো এয়ারপোর্টে নামতে হয়নি।”

এদিকে ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীদের নিয়ে আসা গাড়িগুলোর চাপ বেড়ে যায় বিমানবন্দরের ভেতরে। তাতে বিমানবন্দরে ঢুকতে অনেক বেশি সময় লেগে যায়, সড়কে দেখা দেয় যানজট।

ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের সহকারী কমিশনার এসএম হাসিবুর রহমান বাবু বলেন, "কুয়াশার কারণে ফ্লাইট ওঠানামা বিলম্বিত হওয়ায় ওইসব ফ্লাইটের যাত্রীদের নিয়ে আসা গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়া এবং ভেতরে যেতে সময় লাগছে। এর প্রভাব মূল সড়কে এসে পড়ায় কিছুটা জ্যামের সৃষ্টি হয়েছে।"