আমানতের অর্থ আজ থেকে ফেরত পাবেন একীভূত ইসলামী ৫ ব্যাংকের গ্রাহকরা

Passenger Voice    |    ১১:৪৪ এএম, ২০২৬-০১-০১


আমানতের অর্থ আজ থেকে ফেরত পাবেন একীভূত ইসলামী ৫ ব্যাংকের গ্রাহকরা

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে আমানতের অর্থ ফেরত পাবেন।  প্রথম পর্যায়ে মিলবে সর্বোচ্চ দুই লাখ টাকা। এরই মধ্যে এই পাঁচ ব্যাংকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় অর্থ।

এই উদ্দেশে গত সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের রেজুলেশন স্কিম অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর মাধ্যমে চূড়ান্ত হলো পাঁচ ব্যাংকের দায় সম্পদ নতুন ব্যাংকে স্থানান্তর ও গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি। এখন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের সব হিসাব সংক্রিয়ভাবে স্থানান্তর হবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে।

প্যা.ভ.ম