শিরোনাম
বেগম জিয়ার জানাজা
Passenger Voice | ১২:৪৪ পিএম, ২০২৫-১২-৩১
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মেট্রোরেলে চড়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসছেন নেতাকর্মীরা। জানাজায় আগেভাগে অংশ নিতে এই পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন অনেকে।
বুধবার সকাল থেকেই বাস-অটোরিকশা, মোটরসাইকেলে জানাজাস্থলে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বেশিরভাগ লোকজনই আসেন মেট্রোরেলে চড়ে।
জানাজায় অংশ নিতে বরিশাল থেকে ঢাকায় এসেছেন যুবদলকর্মী মাসুম। তার সঙ্গে আরও অনেকেই ছিলেন। সকালে সদরঘাট এলাকায় পৌঁছানোর পর দ্রুত মেট্রোরেলের সচিবালয় স্টেশনে যান তারা। এরপর মেট্রোরেলে চড়ে ফার্মগেটে নামেন তারা।
যুবদলকর্মী মাসুম বলেন, বরিশাল থেকে রাতে লঞ্চে রওনা দিয়ে সকালে সদরঘাটে পৌঁছাই। এরপর মেট্রোরেলে করেই ফার্মগেটে আসি আমরা। এখান থেকে হেঁটে জানাজাস্থলে এসেছি। স্বাভাবিকভাবেই আজ রাজধানীর সড়কে তুলনামূলক চাপ থাকবে। কারণ দেশের সব জেলা-উপজেলা থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষ আসছেন। সব বিবেচনায় রেখে জানাজাস্থলে দ্রুত পৌঁছাতে মেট্রোরেলকে বেছে নিয়েছি।
নেতাকর্মীরা বলছেন, বাস ধরতে গেলে দেরি হতো। কেননা নিরাপত্তার কথা চিন্তা করে অনেক সড়ক বন্ধ রেখেছে বলে আমরা জানতে পেরেছি। এ কারণে মেট্রোরেলে করে জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছি। এছাড়া এই শোকের দিনে দেরি করারও সুযোগ নেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত