শিরোনাম
Passenger Voice | ০২:৫৫ পিএম, ২০২৫-১২-২৬
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে চাঁদপুর ও বরিশালগামী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ছাড়া ঝালকাঠিগামী এডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে চাঁদপুর থেকে ঢাকাগামী জাকির-সম্রাট লঞ্চের সংঘর্ষের ঘটনাও ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এসব ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এম খান-৭ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লঞ্চের সুপারভাইজার শাহাদাৎ হোসেন জানান, এম খান-৭ লঞ্চটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালে আসছিল। পথিমধ্যে রাত ১২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় চাঁদপুর থেকে ঢাকাগামী ঈগল-৪ যাত্রীবাহী লঞ্চটি এম খান লঞ্চের পাশে ধাক্কা দেয়। এতে লঞ্চটির ট্যাক্সিন ও ওয়াসার রুমের পাইপ ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঘটনার পর এম খান-৭ লঞ্চটি যাত্রীসহ বরিশাল নদী বন্দরে নোঙর করা হয়। বর্তমানে লঞ্চটির মেরামতের কাজ চলছে। লঞ্চের কেরানি অমিত জানান, লঞ্চটি এখন বরিশাল নদী বন্দরে নোঙর করে রাখা হয়েছে এবং মেরামতের কাজ চলমান রয়েছে। অন্য লঞ্চ ঈগলের কী ধরনের ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।
বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার বলেন, মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় হতাহতের খবর পেয়েছি। বর্তমানে আমরা সার্কেল এসপি স্যারের সঙ্গে দুর্ঘটনাকবলিত এডভেঞ্চার লঞ্চ পরিদর্শনে ঝালকাঠিতে রয়েছি।
এদিকে বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দর কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত