শিরোনাম
Passenger Voice | ১০:৫২ এএম, ২০২৫-১২-১১
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে গাজীপুর জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিবর্গের পরিবারের অনুকূলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত চেক বিতরণ করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ গাজীপুরের উদ্যোগে বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন (অব.) মোশাররফ হোসেন।
পরে গাজীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত ৯৮ লাখ টাকার আর্থিক সহায়তা প্রাপ্তির চেক বিতরণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত