শিরোনাম
Passenger Voice | ০১:০১ পিএম, ২০২৫-১২-০৭
ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের কবিরপুর থেকে দক্ষিণ বনগাঁও পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আঠারবাড়ী-নান্দাইল সড়কের কবিরপুর অংশে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের আশ্বাসে বিক্ষোভকারীরা ১৫ দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।
স্থানীয়রা জানান, আঠারবাড়ী এলাকার কবিরপুর, বনগাঁও, বানাইল, সহলাটিসহ ১২ গ্রামের মানুষ এবং ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাচল করেন। বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়নের অনেক রাস্তা পাকা হলেও এই ১১০০ মিটার রাস্তা বছরের পর বছর কাঁচাই রয়ে গেছে।
ইজিবাইকচালক আলী ইসলাম ভাণ্ডারী বলেন, বর্ষায় ইজিবাইক উল্টে তাঁর হাত ভেঙে গেছে। এখন গাড়ি চালাতে পারেন না, পরিবার নিয়ে বেকায়দায় আছেন। এই রাস্তাই তাঁর রুজির পথ বন্ধ করেছে। আরিফ হাসান ও দীন ইসলাম জানান, বেহাল রাস্তার কারণে অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়ার উপায় থাকে না। শিক্ষার্থীরাও ঠিকমতো স্কুল-কলেজে যেতে পারে না। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সাজু বলেন, ‘রাস্তাটি পাকা করার দাবি নিয়ে বহুবার ঘুরেছি, কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’
অবরোধের নেতৃত্বে থাকা আল ইমরান তুষার জানান, ইউএনও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ায় কর্মসূচি স্থগিত করেছেন। ১৫ দিনের মধ্যে কাজের অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ইউপি সদস্য রতন চন্দ্র দাস বলেন, দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগে আছে। সভায় বারবার প্রস্তাব তুলেছেন। চেয়ারম্যানও একবার সম্মতি দিয়েছিলেন, পরে আর অগ্রগতি হয়নি।
ইউপি চেয়ারম্যান জুবের আলম কবিরের ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ইউএনও সানজিদা রহমানের ভাষ্য, প্রশাসনকে না জানিয়ে সড়ক অবরোধ করা আইনবিরোধী। আবেদন করলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত