চিড়িয়াখানার খাঁচা থেকে কীভাবে বেরিয়ে এলো সিংহী, তদন্ত কমিটি গটন

Passenger Voice    |    ০৩:২১ পিএম, ২০২৫-১২-০৬


চিড়িয়াখানার খাঁচা থেকে কীভাবে বেরিয়ে এলো সিংহী, তদন্ত কমিটি গটন

জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে সিংহী বের হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে একটি সিংহী বেরিয়ে যায় বলে জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান জানান, বেরিয়ে যাওয়া সিংহীটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়। ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

বিশেষ প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহীটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায়। সিংহীটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহীটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন উপ-পরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের কাছে পেশ করবেন। উল্লেখ্য, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চিড়িয়াখানা পরিদর্শন দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক রয়েছে। নিয়মিত কার্যক্রম আগের মতো চলবে।