শিরোনাম
Passenger Voice | ০৪:১৪ পিএম, ২০২৫-১২-০৫
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। এ সময় দুটি নৌকাও জব্দ করা হয়। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম আরাকান আপডেট নিউজ-এর এক প্রতিবেদনের বরাতে শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে গত ৩ ডিসেম্বর (বুধবার) পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স (এসি এস এফ) নৌকাসহ তাদের আটক করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরাকান আর্মির এসিএসএফ বিদ্যমান সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ৩ ডিসেম্বর ঝিমংখালি সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম এবং রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জেলে আটকের বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ তাদের অবহিত করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত