শিরোনাম
Passenger Voice | ০৫:৪৭ পিএম, ২০২৫-১২-০২
বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ আরও বাড়ানোর লক্ষ্যে ওয়াটার ডট ওআরজির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের সোশ্যাল বন্ড উদ্যোগকে আরও শক্তিশালী করার পাশাপাশি সারাদেশে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) ফাইন্যান্সিংকে আরও সম্প্রসারিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
২০২৪ সালের জুন মাসে ওয়াটার ডট ওআরজির সাথে কাজ শুরু করার মাধ্যমে দেশের প্রথম ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক, পানি ও স্যানিটেশন সুবিধার জন্য বিশেষায়িত অর্থায়ন সুবিধা চালু করে। এই ঋণসুবিধার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান এবং গ্রামীণ পরিবারগুলো কম খরচে নিরাপদ পানির ব্যবস্থা ও উন্নত স্যানিটেশন সুবিধায় বিনিয়োগ করতে পারবে, যা দেশের অনগ্রসর অঞ্চলে জনস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
ওয়াশ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি ব্র্যাক ব্যাংকের সোশ্যাল বন্ড ফ্রেমওয়ার্ক দেশের সার্বিক সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এখানে উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে সিএমএসএমই খাতে অর্থায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, সাশ্রয়ী আবাসন ও জনস্বাস্থ্যসহ জরুরি সেবায় সহায়তা।
ব্র্যাক ব্যাংক যে সোশ্যাল বন্ড ইস্যু করবে, তার মাধ্যমে সংগৃহীত অর্থ দেশের মৌলিক সেবা বিস্তারে সহায়তার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। এতে সিএমএসএমই খাত, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়ন করা হবে। পাশাপাশি কৃষি, স্বাস্থ্যসেবা এবং ওয়াশ–কেন্দ্রিক উদ্যোগগুলোও এই সহায়তার আওতায় আসবে।
পানি ও স্যানিটেশন খাতে ব্র্যাক ব্যাংকের ক্রমবর্ধমান বিনিয়োগ ইতিমধ্যে হাজার হাজার পরিবার ও উদ্যোক্তাকে সহায়তা করেছে, যা তাঁদের জীবনমানে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। ওয়াটার ডট ওআরজির সাথে সাথে নতুন এই উদ্যোগটি আরও অনেক পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা পৌঁছে দেবে।
১৭ নভেম্বর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ওয়াটার ডট ওআরজির সাউথ এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর সাজিত অমিত।
এই চুক্তির বিষয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আমাদের সোশ্যাল বন্ড ওয়াশ অর্থায়নকে আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে উল্লেখযোগ্য সামাজিক প্রভাব সৃষ্টি করবে। ওয়াটার ডট ওআরজির সাথে ওয়াশ ফ্যাইন্যান্সিংয়ের মাধ্যমে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং মডেল গড়ে তুলছি, যা মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখবে। এই উদ্যোগ আমাদের টেকসইতা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ব্যাপারে ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।”
উল্লেখ্য, ওয়াটার ডট ওআরজি একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান, যারা বাজারভিত্তিক সল্যুশনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে সাশ্রয়ী অর্থায়ন সুবিধা পেতে সহায়তা করে। তাদের নেওয়া বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকার প্রায় ৬ কোটি মানুষ নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধার আওতায় এসেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত