সেন্ট মাটিন স্পিডবোট দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

Passenger Voice    |    ০২:০৪ পিএম, ২০২৫-১২-০১


সেন্ট মাটিন স্পিডবোট দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় একটি স্পিডবোট দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত স্পিডবোটে শিশুসহ মোট সাতজন যাত্রী ছিলেন। 

স্পিডবোটের চালক মো. আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ঢেউয়ের কারণে স্পিডবোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে যাত্রীদের উদ্ধার করে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিফ আলভী জানান, দুর্ঘটনায় সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার মরিয়ম খাতুন (৩৫) এবং মহিমাকে (৫) হাসপাতালে আনার আগেই মারা যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদীতে একটি স্পিডবোট দুর্ঘটনার শিকার হয়। এতে এক নারী ও একটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতাল পরিস্থিতি যাচাই করতে ইতোমধ্যে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তিনি বলেন, সাগর উত্তাল থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।