চাঁদপুরে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু

Passenger Voice    |    ০৪:২৩ পিএম, ২০২৫-১১-২৮


চাঁদপুরে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পদ্মা ট্রান্সপোর্টের বাসচাপায় ছয় বছর বয়সী শিশু মার্জিয়া নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন তার নানি নাজমা বেগমও। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম বাজারের শেরাটন হোটেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মার্জিয়ার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিগা ডালি গ্রামে। নাজমা বেগমের (৫০) বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের লক্ষীপুর বড় হাজী বাড়িতে।

দুর্ঘটনার পর স্থানীয়রা নানি-নাতনিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মার্জিয়াকে মৃত ঘোষণা করেন। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে শিশু মার্জিয়াকে মৃত অবস্থায় পেয়েছি। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়। সকালে শুনেছি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শিশু মার্জিয়ার নানা মনির হোসেন জানান, রাতে স্ত্রী নাজমা বেগম ও নাতনি মার্জিয়াকে নিয়ে তারা বাজারে গিয়েছিলেন। ফেরার পথে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ শেরাটন হোটেলের সামনে সড়ক পার হওয়ার সময় পূর্ব দিক থেকে আসা চাঁদপুরগামী দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করেন এবং চালক আব্দুল হান্নানকে পুলিশের হাতে তুলে দেন। আটক চালক দাবি করেন, তিনি আসলে সুপারভাইজার, ড্রাইভিং করার সময় তার মনোযোগ অন্যদিকে ছিল।