কেটিএমের শতভাগ মালিকানা নিয়ে নিল বাজাজ অটো

Passenger Voice    |    ০৩:১৬ পিএম, ২০২৫-১১-২৮


কেটিএমের শতভাগ মালিকানা নিয়ে নিল বাজাজ অটো

ভারতীয় অটোমোবাইল প্রস্তুতকারক বাজাজ অটো অস্ট্রিয়ার বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কেটিএম-এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও মালিকানা গ্রহণ করেছে। গত ১৮ নভেম্বর সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে কেটিএমের হোল্ডিং কোম্পানি ‘পিয়েরার বাজাজ এজি’র (PBAG) শতভাগ শেয়ার কিনে নেয় বাজাজ। এর মাধ্যমে কোম্পানিটিতে পিয়েরার গ্রুপের অংশীদারিত্বের অবসান ঘটল। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাজাজ অটোর সম্পূর্ণ মালিকানাধীন কোম্পানি ‘বাজাজ অটো ইন্টারন্যাশনাল হোল্ডিংস বিভি’ এই অধিগ্রহণ প্রক্রিয়া পরিচালনা করে। গত ১৮ নভেম্বর সব ধরনের আইনি অনুমোদন ও শেয়ার হস্তান্তর শেষে বাজাজ আনুষ্ঠানিকভাবে এই মালিকানা বুঝে পায়।

মূলত চলতি বছরের মে থেকেই অধিগ্রহণ প্রক্রিয়া, অনুমোদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সে সময় পিয়েরার ইন্ডাস্ট্রি এজির (PIAG) শেয়ার কেনার বিষয়ে চুক্তি স্বাক্ষর করে বাজাজ। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি নোটিশ জারি এবং অস্ট্রিয়ান টেকওভার কমিশন ও ইউরোপিয়ান কমিশনের অনুমোদন লাভের পর বাজাজ অটো পিয়েরারের হাতে থাকা ৫০ হাজার ১০০টি শেয়ার কিনে নেয়।

এদিকে ভারতের অটোমোবাইল বিষয়ক একটি ব্লগ সাইট রেভ জিলা-তে বলা হয়েছে, মূলত এই অধিগ্রহণের নেপথ্যে রয়েছে বাজাজের বড় ধরনের আর্থিক সহায়তা। চলতি বছরের মে মাসের দিকে কেটিএম যখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ছিল, তখন বাজাজ অটো ৮০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৬০০ কোটি টাকা) অর্থ সহায়তা দিয়েছিল। এই বিপুল অঙ্কের আর্থিক সাহায্য দেওয়ায় বাজাজ অবশিষ্ট শেয়ারগুলো কেনার বিশেষ সুযোগ (কল অপশন) লাভ করে। 

সেই সুযোগ কাজে লাগিয়েই ইউরোপীয় কমিশনের অনুমোদন পাওয়ার পর বাজাজ দ্রুততার সঙ্গে অবশিষ্ট শেয়ারগুলো কিনে নেয়। এই চুক্তির ফলে বাজাজ এখন বিশ্বজুড়ে কেটিএমের মূল পরিচালনা ও কৌশলগত সিদ্ধান্ত এককভাবে নিয়ন্ত্রণ করবে।