রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

Passenger Voice    |    ১২:১৪ পিএম, ২০২৫-১১-২২


রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আগমন মুহূর্তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

আগমনের পর দুই নেতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত এক বৈঠকে মিলিত হন। এতে প্রধানমন্ত্রী টোবগে বাংলাদেশে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও চলমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংক্ষিপ্ত বৈঠকের পর ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনার জন্য প্রস্তুতকৃত অস্থায়ী মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনির সালাম এবং সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় এই প্রটোকল শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

সফরের প্রথম দিনেই ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টার পৃথক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টার দিকে তিনি তেজগাঁওয়ের কার্যালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন।

দিন শেষে প্রধানমন্ত্রী টোবগে তার সম্মানে আয়োজিত এক সরকারি ভোজসভায় যোগ দেবেন। দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সহযোগিতা কাঠামো আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক মহল মনে করছে।