শিরোনাম
Passenger Voice | ১২:২৮ পিএম, ২০২৫-১১-১৬
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে ৫ ঘণ্টার ব্যবধানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার আরিচামুখী লেনে ইতিহাস নামে একটি পার্কিং করা বাসে ও শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কি করা শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রমিকবাহী বাসের চালক সেলিম বলেন, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা নেওয়ার কাজ ব্যবহৃত হতো। আজকে শ্রমিকদের নামিয়ে দিয়ে রাতে ঢাকা-আরিচা সড়কের গেন্ডা ইউটানে পার্কিং করা হয়। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে বাসের পেছনের অংশে আগুন দেখতে পাই। সেসময় আমি ঘুমিয়ে ছিলাম এবং আগুনের তাপ পেয়ে আমি বাস থেকে লাফিয়ে নেমে যাই
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রাকিব হাসান বলেন, রাত ৩টা ৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় বাসে আগুনের খবর আসে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার বলেন, কিভাবে আগুন লেগেছে, তা আমরা জানতে পারিনি। আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন দেখেছি। ইতিহাস বাসটি ৫০ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সাহেল আহমেদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাসগুলো উদ্ধার করেছে। তবে কিভাবে বাসে আগুন লেগেছে, তা নিশ্চিত নয়। সরজমিনে কেউ বলছে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বাসের ভেতরে আগুন দিয়েছে আবার কেউ বলছে কয়েল থেকে আগুন লেগেছে। এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
তবে এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত