শিরোনাম
Passenger Voice | ১২:০২ পিএম, ২০২৫-১১-১৬
ময়মনসিংহে নগরীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান বলেন, প্রতিদিনের মতো গাড়ির চালক সড়কের পাশে পার্কিং করে কাভার্ডভ্যানটি রেখে যান। রাত সাড়ে ১২টার দিকে গাড়ির সিটের দিকে আগুন ধরে যায়। আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়তে থাকলে আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আগুন লেগেছে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে। আবার সিগারেটের আগুন থেকে থাকলে তা থেকেও সিটে আগুন ধরে যেতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি আকুয়া বাইপাস সড়কের পাশে রেখে চালক ঘুমাতে গিয়েছিলেন। একসময় মানুষের ডাক-চিৎকার শুনে তিনি বাইরে আসেন। তারা দেখেন কাভার্ডভ্যানটি জ্বলছে। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, নাশকতার অংশ হিসেবে দুর্বৃত্তরা আগুন লাগায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবুও ঘটনাটির তদন্ত চলছে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত