শিরোনাম
Passenger Voice | ১২:৩২ পিএম, ২০২৫-১১-১১
ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এর ফলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ওই রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শম্ভুগঞ্জ থেকে বিশকা রুটের গৌরিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর দ্রুত যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। তবে ট্রেনের কর্মীরা দ্রুত ট্রেনটি থামিয়ে দেন এবং যাত্রীদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ‘ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়ার দিকে যাচ্ছিল বলাকা কমিউটার ট্রেনটি। গৌরীপুরের কাছে আসার পর হঠাৎ এর ইঞ্জিনে আগুন ধরে যায় এবং ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়।’
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘বর্তমানে বিকল হওয়া ইঞ্জিনটি পাল্টে নতুন ইঞ্জিন লাগানোর কাজ চলছে। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন পরিবর্তন ও মেরামত শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত