জারিন খানের স্মরণ সভায় গিয়ে দুর্ঘটনার কবলে জিতেন্দ্র

Passenger Voice    |    ১১:৫২ এএম, ২০২৫-১১-১১


জারিন খানের স্মরণ সভায় গিয়ে দুর্ঘটনার কবলে জিতেন্দ্র

প্রবীণ অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী জারিন খান গত ৭ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। প্রয়াত জারিনের হিন্দু রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করেছিলেন ছেলে জায়েদ খান। সোমবার (১০ নভেম্বর) মুম্বাইয়ের জেডব্লিউ ম্যারিয়টে তার স্মরণে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়। 

শোকের আবহে সেই স্মরণসভাতেই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দীর্ঘদিনের পুরোনো বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে এসে দুর্ঘটনার কবলে পড়লেন কিংবদন্তি অভিনেতা জিতেন্দ্র। গাড়ি থেকে নেমে সভার ভেতরে ঢোকার সময় সিঁড়িতে পা ফসকে হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে যান বর্ষীয়ান এই সুপারস্টার। 

সামনে সিঁড়িটি ঠিকমতো খেয়াল করেননি প্রবীণ অভিনেতা। হোঁচট খেয়ে পড়ে যেতেই আশেপাশে থাকা লোকজন তাকে সামলাতে দৌড়ে আসেন। আকস্মিক এই ঘটনায় খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন জিতেন্দ্র নিজেও। 

তবে সৌভাগ্যের বিষয় হলো, বড় কোনো আঘাত লাগেনি তার। বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এরপর জিতেন্দ্র স্বাভাবিকভাবেই নিজের পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন এবং প্রার্থনা সভা শেষে বেরিয়েও যান।

এদিনের স্মরণসভায় তারকাদের ঢল নেমেছিল। সঞ্জয় খানের পাশে ঢাল হয়ে ছিলেন ছেলে জায়েদ খান। তিনি বাবাকে গাড়ি থেকে নামতে সাহায্য করেন এবং ভেতরে ঢোকার সময়ও হাত ধরে রেখেছিলেন। বাবা-পুত্রের এই আবেগঘন দৃশ্য নজর কাড়ে সবার। পাপারাজ্জিদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাদের।

 

 

প্যা.ভ.ম