শিরোনাম
Passenger Voice | ১২:১৫ পিএম, ২০২৫-১১-০৯
যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে বিমানবন্দরগুলোয় ভোগান্তি বাড়ছেই। দ্বিতীয় দিনে বাতিল হয়েছে প্রায় দেড় হাজার ফ্লাইট। এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
বিলম্বিত হয়েছে ৪ হাজারের বেশি ফ্লাইট। গত বুধবার, যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল কমানোর ঘোষণা দেয় মার্কিন প্রশাসন।
শাটডাউনের জেরে বিমানবন্দরে কর্মী ঘাটতির কারণেই নেয়া হয়েছে এমন পদক্ষেপ। এর আগে একদিনে বাতিল হয়েছিল প্রায় ৫ হাজার ফ্লাইট।
এ পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান চারটি এয়ারলাইন্স। চরম হয়রানির শিকার যাত্রীরা। শাটডাউন চলমান থাকলে সামনে ২০ শতাংশ ফ্লাইট বাতিলের কথাও জানিয়েছে মার্কিন প্রশাসন।
কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউনের (অচলাবস্থা) মুখে পড়ায় যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী—যাদের মধ্যে বিমান নিয়ন্ত্রণকারী থেকে শুরু করে পার্ক রেঞ্জার পর্যন্ত রয়েছেন—বেতন ছাড়াই কাজ করছেন অথবা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন, কারণ মার্কিন কংগ্রেস এখনো বাজেট অনুমোদন করেনি।
স্কাইওয়েট এয়ারলাইন্স বাতিল করে ১৭০ টির বেশি ফ্লাইট। সাউথওয়েস্ট এয়ারলাইন্স প্রায় ১২০ টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করে ৬৪ টি ফ্লাইট। আর যুক্তরাষ্ট্রে ভেতরে এবং বাইরে শুক্রবার দেরি হওয়া ফ্লাইটের সংখ্যা ১,২৩৮। একসঙ্গে বাতিল হয় আরও ৮২৪ টি ফ্লাইট।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত