রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

Passenger Voice    |    ০৪:৫৪ পিএম, ২০২৫-১০-২৯


রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট  মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রিমিয়ার ষ্টীল এন্ড রোলিং মিলের (পিএসআরএম) শ্রমিকেরা। এসময় বিক্ষুব্দ শ্রমিকরা সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তি পড়েন দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীরা। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় ওই কারখানার সামনে শ্রমিকেরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কারখানার শ্রমিকরা জানান, প্রিমিয়ার ষ্টিল এন্ড রোলিং মিলে ২' শ শ্রমিক কর্মরত আছেন। গত ৪ মাস ধরে কারখানার মালিক কর্তৃপক্ষ তাদের বেতন দিকে গড়িমসি করে আসছে। এ নিয়ে কারখানার ভিতরের শ্রমিকদের সাথে মালিকপক্ষরর কয়েকদফা আলোচনা হলে মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ করতে বিভিন্ন তালবাহানা করছেন।

এদিকে বাধ্য হয়ে বুধবার দুপুর ১ টার দিকে বকেয়া ৪ মাসের বেতনের দাবিতে শ্রমিকরা প্রথমে কারখানার ভিতরের বিক্ষোভ করে। পরে তারা ২টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কে বিদ্যুতের খুটি ও টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পড়েন দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রী সাধারন। 

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কারখানার মালিকপক্ষের সাথে কথা বলে অতিদ্রুত তাদের বকেয়া বেতনের টাকা পরিশোধ করার আশ্বাস দিলে বিক্ষুব্দ শ্রমিকরা বিকেল সাড়ে ৩ টার দিকে সড়ক থেকে সরে যায়। সড়কে যানচলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।