শিরোনাম
Passenger Voice | ০৭:৩৯ পিএম, ২০২৫-১০-২৭
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে নবসংযোজিত জাহাজ এমভি বাংলার প্রগতি আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বার্থ থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে।।সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি বিএসসির ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় ‘বাংলার প্রগতি’ তার প্রথম বাণিজ্যিক যাত্রায় রওনা দিচ্ছে। এটি নিঃসন্দেহে বিএসসির পাঁচ দশকের বেশি সময়ের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। কমডোর মাহমুদুল মালেক জানান, এটি বিএসসির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে কেনা দুটি জাহাজের প্রথমটি সফলভাবে গ্রহণ করা সম্ভব হয়েছে।
বিএসসি তার নিজস্ব অর্থায়নে দু’টি ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডেডওয়েট (ডিডব্লিউটি) ক্ষমতাসম্পন্ন আধুনিক বাল্ক ক্যারিয়ার। সমুদ্র পরিবহন সক্ষমতা প্রায় ১,২০,০০০ ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্র বাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে। বিশ্বদরবারে বাংলাদেশ পরিবেশবান্ধব গ্রিন শিপিংয়ের সম্মান অর্জন করবে।
বিএসসির বহরে বর্তমানে পাঁচটি জাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি তেল পরিবহন করা ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্য পরিবহনের বাল্ক জাহাজ। নতুন দুটি জাহাজের একটি যুক্ত হওয়ায় এখন সংস্থাটির বহরে জাহাজের সংখ্যা বেড়ে ছয়টিতে উন্নীত হয়েছে।
উল্লেখ্য, ‘বাংলার প্রগতি’ বিএসসি’র বহরে নব সংযোজিত আধুনিক জাহাজগুলোর একটি, যা আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত হয়েছে। এটি যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের জাতীয় নৌপরিবহন খাতের সক্ষমতা আরও বৃদ্ধি পেল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত