শিরোনাম
Passenger Voice | ০৩:৪৫ পিএম, ২০২৫-১০-২৭
অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে শহরের কুমারশীলের মোড় অবরোধ করে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা
কলেজের মূল ফটকের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট সরানোর দাবিতে গতকাল পাশের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে সেটি অবরোধ করে রাখেন তারা। দাবি আদায়ের লক্ষ্যে টানা আন্দোলন চালিয়ে গেলেও প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুরের দিকে সড়কে কলেজের বেঞ্চ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভের তীব্রতা বাড়িয়ে তোলে। এতে শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট ও জনভোগান্তি।
শিক্ষার্থীরা জানায়, কলেজের মূল ফটকের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের কারণে গেটটি বাইরে থেকে দেখা যায় না। এতে কলেজের সৌন্দর্য নষ্ট হচ্ছে, পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। দ্রুত এসব স্থাপনা অপসারণ করে দৃষ্টিনন্দন গেট নির্মাণের দাবি তাদের।
অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন করলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
বিক্ষোভরত শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, "আমরা কোনো অযৌক্তিক দাবি করছি না। আমাদের কলেজের সৌন্দর্য আর নিরাপত্তার প্রশ্ন। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"
এদিকে সড়ক অবরোধের কারণে কুমারশীলের মোড়সহ আশপাশের এলাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে বিক্ষোভকারীদের শান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউএনও (সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া) তাদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পরে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত