শিরোনাম
Passenger Voice | ০১:১৩ পিএম, ২০২৫-১০-২৭
ঢাকা মেট্রোরেলের একাংশ বন্ধ থাকা এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বেশ কিছু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে রাজধানীর আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে যানজট দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগর এলাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের মিছিলের কারণে বিজয় সরণীর উড়োজাহাজ সিগনালে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া উড়োজাহাজ সিগনাল থেকে চন্দ্রিমা উদ্যানে যাওয়ার সড়কও বন্ধ রয়েছে।
অন্যদিকে, ফার্মগেট মেট্রো স্টেশনের সংলগ্ন মেট্রোরেল লাইনের একটি অংশ থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় দীর্ঘ সময় আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এতে এই সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যায়, যার ফলে আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও সোমবার সকাল ১১টা থেকে মেট্রোরেলের পুরো রুটে চলাচল স্বাভাবিক হয়েছে।
মিরপুর থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী ইমতিয়াজ। তিনি বলেন, মেট্রোরেলের কারণে মিরপুর থেকে কারওয়ান বাজারে যাতায়াত অনেক সহজ হয়েছিল। কিন্তু আজ বন্ধ থাকায় যাত্রীচাপ কয়েকগুণ বেড়েছে। আগারগাঁও থেকে খামারবাড়ি আসতেই এক ঘণ্টা লেগেছে, যেখানে মেট্রোরেলে লাগে মাত্র পাঁচ মিনিট। এদিকে যানজট নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তবে সড়ক সচল রাখতে সকাল থেকেই তারা আপ্রাণ চেষ্টা করছেন।
বিজয় সরণী উড়োজাহাজ সিগনালে দায়িত্বে থাকা ট্রাফিক বিভাগের এসি জাকির হোসেন বলেন, একদিকে মেট্রোরেল বন্ধ, অন্যদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-এই দুই কারণে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। আমরা যান চলাচল সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত