শিরোনাম
Passenger Voice | ১১:৪৪ এএম, ২০২৫-১০-২৭
সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক প্রশস্ত কাজে নিম্নমানের ইট দিয়ে নির্মাণের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এঘটনায় স্থানীয়রা দ্রুত ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদফতরের কাছে।
এলাকাবাসী জানায়, ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে নিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ডে এন্টারপ্রাইজ। ঢাকা আরিচা মহাসড়ক গুরত্বপূর্ণ হওয়ায় সেখানে নিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা মহাসড়কে নিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করছেন। পরে গণমাধ্যমকর্মীরা নিম্ন মানের ইট দিয়ে রাস্তার কাজ করায় কল্যাণপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) তানভীর হামিদকে জানালে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিম্ন মানের ইট সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানটি রাস্তা থেকে নিম্ন মানের ইট সরিয়ে নেন।
এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করা শুরু করেন যা সহজেই রাস্তা ভেঙে পড়তেন। এমন ঠিকাদারকে কাজ না দেওয়ার আহ্বান জানান তারা।
এবিষয়ে ডে এন্টরপ্রাইজের সাইট ম্যানেজার রাজু আহমেদ বলেন, নিম্নমানের ইট রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে কল্যাণপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) তানভীর হামিদ বলেন, নিম্ন মানের ইট দিয়ে তারা রাস্তা নির্মাণ শুরু করেছিলেন যা জানার পরেই সরিয়ে ফেলা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত