শিরোনাম
Passenger Voice | ১২:০৭ পিএম, ২০২৫-১০-২০
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু ফ্লাইট শিডিউল বিপর্যয় ঘটে। এমন অবস্থায় বিমান সংস্থাগুলো কিছু অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। এ অতিরিক্ত ফ্লাইটগুলোকে আরোপযোগ্য চার্জ মওকুফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীনের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
ওই চিঠিতে বলা হয়, রোববার (১৯ অক্টোবর) থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটসমূহের আরোপযোগ্য চার্জসমূহ মওকুফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে
অনুরোধ করা হলো।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে এ নির্দেশনা দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত