শিরোনাম
Passenger Voice | ০৪:১১ পিএম, ২০২৫-১০-১৬
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিয়ান–মার্ক শেরে শারলেট গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রাম বন্দরে আগমনের পর তিনি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বন্দর চেয়ারম্যান রাষ্ট্রদূতকে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও অগ্রগতিসূচক বিশেষ করে জাহাজের ওয়েটিং টাইম, টার্ন এরাউন্ড টাইম, কন্টেনার ডুয়েল টাইম হ্রাস, ইয়ার্ড ক্যাপাসিটি বৃদ্ধি, ডিজিটাইলাইজেশনসহ বিভিন্ন বিষয়ে অবহিত করেন। রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত সক্ষমতা, দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দরের সামপ্রতিক সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তাছাড়া তিনি ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের পণ্য সামগ্রী রপ্তানিসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ফ্রান্সের রাষ্ট্রদূতকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত