শিরোনাম
Passenger Voice | ০৪:০১ পিএম, ২০২৫-১০-১৩
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পিকআপটি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ শাড়ি জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের (বিজিবি ৬০) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায় সুলতানপুর ব্যাটালিয়নের (বিজিবি ৬০) একটি চৌকস দল। অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে উন্নতমানের ভারতীয় শাড়ির একটি বড় চালান জব্দ করা হয়, যার মূল্য প্রায় তিন কোটি টাকা।
বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান পুরোদমে অব্যাহত রয়েছে এবং তা ভবিষ্যতেও চলবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। জব্দ করা মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত