শিরোনাম
Passenger Voice | ০২:৪০ পিএম, ২০২৫-১০-১৩
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের যমুনা গোলচত্বর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়ে এক ঘণ্টা স্থায়ী হয়।
স্থানীয়রা জানান, সকাল থেকে শতাধিক মানুষ যমুনা গোলচত্বর এলাকায় জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কে নেমে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের আওতায় রাখার দাবিতে স্লোগান দেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, 'বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবির বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হবে।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত