শিরোনাম
Passenger Voice | ০২:৩৪ পিএম, ২০২৫-১০-১২
মিশরের পর্যটন নগরী শারম আল-শেখের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের তিনজন কূটনীতিক নিহত ও দুজন আহত হয়েছেন।
আল-কাহেরা নিউজ জানায়, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে পাঁচজন কাতারি নাগরিক ও একজন মিশরীয় চালক ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন কূটনীতিক মারা যান। কায়রোয় কাতারি দূতাবাস এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, নিহতদের মরদেহ আজ বিমানে করে দোহায় পাঠানো হবে। আহত দুজন বর্তমানে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার আগে কূটনীতিকরা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক মাস ধরে এই আলোচনা চলছিল।
এদিকে সোমবার থেকে শারম আল-শেখে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন, যার সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে ২০টিরও বেশি দেশের নেতা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত