ফ্লাইটে ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙচুর,বিমানবাহিনীর জিম্মায় যাত্রী

Passenger Voice    |    ০৭:৫১ পিএম, ২০২৫-১০-০৯


ফ্লাইটে ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙচুর,বিমানবাহিনীর জিম্মায় যাত্রী

সিলেট-লন্ডন রুটের বিমানের একটি ফ্লাইটে উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগে এক যাত্রীকে বিমানবাহিনীর জিম্মায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমান অবতরণের আগে এ ঘটনা ঘটে। ক্ষতিপূরণ দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমানবাহিনীর একটি সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন।

বিমানবাহিনী সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের (বিজি-২০১) ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের আগে শওকত নামে বিমানের এক যাত্রী উচ্ছৃঙ্খল আচরণ করেন। একপর্যায়ে ওই যাত্রী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙে দেন। এছাড়াও বিমানের অন্যান্য জিনিসপত্রের ক্ষতিসাধন করেন। ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকা বলে জানায় কর্তৃপক্ষ।

পরে সকালে বিমানটি অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের ওই যাত্রীকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলন তাকে জিজ্ঞাসাবাদ করেন।

বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন বলেন, ওই যাত্রী বিমানের মনিটরসহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষতি করেছেন। তিনি ক্ষতিপূরণ দিতে রাজি না হলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।