গাজীপুরের সড়কে নিহত ৫ পরিবারে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর বিআরটিএর

Passenger Voice    |    ০৫:৪৮ পিএম, ২০২৫-১০-০৯


গাজীপুরের সড়কে নিহত ৫ পরিবারে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর বিআরটিএর

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ পরিবারের হাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন।  এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এস এম মাহফুজুর রহমান, মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিনসহ অনেকে।

বিআরটিএ সূত্রে জানা যায়, সড়কে দুর্ঘটনায় আহত-নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সার্কেল অফিস বরাবরে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ড আবেদনটি যাছাই-বাছাইপূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়। সাম্প্রতিক গাজিপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন আবু বক্কর সিদ্দিক, বিজয় হোসেন, অহিদুল ইসলাম, সুমন হোসেন ও মনিরা খাতুন।

বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এস এম মাহফুজুর রহমান প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, 'বিআরটিএ ট্রাস্টি বোর্ড আজ গাজীপুরে ৫ জন নিহত ব্যক্তির পরিবারকে ২৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর করেছেন।  যদিও এই অর্থ কখনোই মৃত্যুর ক্ষতিপূরণ হতে পারে না, তবে এটি পরিবারগুলোর সাময়িক কষ্ট লাঘবে কিছুটা সহায়ক হবে।' আমরা গাজীপুর জেলায় যে সকল দুর্ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত কার্যক্রম ইতিমধ্যে শেষ করেছি। খুব দ্রুত সময়ে গাজীপুর জেলা থেকে আরও ৪০ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রায় পৌনে দুই কোটি টাকার ক্ষতিপুরণের চেক প্রদান করা হবে।