রেলের উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যুতে সচিবের শোক

Passenger Voice    |    ০৫:৪০ পিএম, ২০২৫-১০-০৮


রেলের উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যুতে সচিবের শোক

বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই) মো. মোজাম্মেল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম।

শোকবার্তায় সচিব বলেন, বুধবার (৮ অক্টোবর) মোগলাবাজারের কাছে সড়ক দুর্ঘটনায় মো. মোজাম্মেল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ৭ অক্টোবর সিলেটের মোগলাবাজার স্টেশনের কাছে ঢাকা থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত হয়। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের উদ্ধারকাজ শেষে পরদিন ভোরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শ্রীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন মোজাম্মেল হক। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরকারি দায়িত্ব পালনের সময় এই অকাল মৃত্যুতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।