শিরোনাম
Passenger Voice | ১২:১৮ পিএম, ২০২৫-১০-০৭
বেনাপোল কাস্টম হাউজের ঘুষের টাকাসহ হাসিবুর রহমান নামে এক এনজিও সদস্যকে আটক করেছে দুদক। গতকাল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। তবে টাকার সঙ্গে কাস্টমস সুপারিনডেন্ট শামীমা আক্তারের সংশ্লিষ্টতা পেলেও তাকে আটক না করার অভিযোগ উঠেছে। আটক এনজিও সদস্য হাসিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর জেলা দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন বলেন, ‘কাস্টমস কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অংকের টাকা লেনদেন করছেন। এ সংবাদের ভিত্তিতে কাস্টমসের সামনের দিকে টাকাসহ হাসিবুরকে আটক করা হয়। তিনি স্বীকার করেন- এই টাকাটা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর গ্রুপের সুপারিনটেন্ড শামীমা আক্তারের। এ তথ্যের ভিত্তিতে আমরা কাস্টমস হাউজে প্রবেশ করে সেখানে জিজ্ঞাসাবাদ করি। শামীমা দুদককে জানান, হাসিবকে টাকার কথা বলেছিলাম।’
তিনি আরো বলেন, ‘হাসিবুরের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। তদন্তে জানা যাবে- কাস্টমসের কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত আছেন কিনা?’
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেনাপোল কাস্টমসে ঘুষের অভিযোগ নতুন কিছু নয়।
তবে দুদকের এই অভিযান দেখিয়ে দিয়েছে, দুর্নীতির শিকড় যত গভীরই হোক, একদিন না একদিন তা উন্মোচিত হবেই। তারা বন্দর এলাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত