শিরোনাম
Passenger Voice | ০২:১৫ পিএম, ২০২৫-১০-০৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি অভিযোগ করেছেন।
সোমবার (৬ অক্টোবর) লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন– তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহামেদ, নাঈম উদ্দিন ও ফাহিম হোসেন।
অভিযোগ দায়ের করা ভুক্তভোগী নারী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার অভিযোগপত্রে আতিকুর রহমান শিপন (ভুক্তভোগী নারীর স্বামী), ইয়াছিন ও মোহসিন জামিলকে সাক্ষী করা হয়েছে।
৯ জনকে অভিযুক্ত করে করা অভিযোগে আটক ছাড়া আরও তিন জনের নাম রয়েছে। তারা হলেন– তাহামিন আহমেদ, নাঈম উদ্দিন, ফাহিম হোসেন ও নাজমুল।
থানায় ডায়েরি করা অভিযোগপত্র থেকে জানা গেছে, রবিবার (৫ অক্টোবর) দুর্গাপূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ফেরার উদ্দেশে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মনতলা রেল স্টেশনে এলে আটক ব্যক্তিরা ছাড়াও আরও কয়েকজন এসে আমাদেরকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে।
তাদের বাজে আচরণে আপত্তি জানালে আরও খারাপ ভাষায় গালাগালি এবং উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে বিকাল ৫টার দিকে দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা সাকিনস্থ রেল স্টেশনে তানভীর হোসেন নাজিম অন্যান্যদের সহায়তায় যৌন হয়রানির উদ্দেশে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে।
এ নিয়ে অভিযোগের অন্যতম সাক্ষী ও ভুক্তভোগীর স্বামী বলেন, রবিবার ট্রেনে ওঠার পর কিছু ছেলে আমার এবং আমার স্ত্রীর সঙ্গে বাজে আচরণ করতে থাকে। তাদের মানা করলে তারা উল্টো আরও আমাদের হুমকি দিতে থাকে। আমার স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে। পরে রেলওয়ে ও থানার পুলিশের মাধ্যমে ৫ জনকে আটক করা হয়েছে।
এ নিয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছিলাম, ট্রেনে কিছু ছেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ইভটিজিং করতেছে। এটি শুনে আমরা ঘটনাস্থলে যাই। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহায়তায় আমরা ৫ জনকে আটক করি। বিষয়টি যেহেতু ট্রেনে তাই আমরা লাকসাম রেলওয়ে থানায় করার জন্য বলেছি।
লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, রবিবার ট্রেনে একটি মেয়েকে ইভটিজিংকে ঘিরে একটি অভিযোগপত্র হয়েছে। এখন বিষয়টি তদন্ত হবে। সাক্ষী এবং অভিযুক্তদের থেকে শুনে বিষয়টি বিচার নিশ্চিত করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত