শিরোনাম
Passenger Voice | ০৫:৫০ পিএম, ২০২৫-১০-০৫
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে “এখন” টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজের উপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙচুর, মোবাইল ফোন, টাকা লুটের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।
আজ রবিবার(৫ সেপ্টেম্বর) সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর এবং সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।
সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর নেতৃবৃন্দ বলেন , পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্যে দিবালোকে এই ধরনের নেক্কারজনক ও পৈশাচিক হামলা মেনে নেওয়া যায় না।
এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত করার ঘৃণ্য প্রক্রিয়া।
সিআরএফ নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত