শিরোনাম
Passenger Voice | ০৫:৩২ পিএম, ২০২৫-১০-০৪
ভাগ্য বদলের আশায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি হারুন সরদার নুর নবী সরদার। ২০০৯ সাল থেকে দেশটিতে থাকলেও ভাগ্যের তেমন পরবির্তন ঘটেনি তার। কিন্তু হঠাৎ একটি ফোন কলেই যেন বদলে তার জীবনের গল্প। পেশায় ট্যাক্সিচালক হারুন সর্দার আমিরাতের বিগ টিকিট র্যাফেল ড্রতে ২০ মিলিয়ন আমিরাতি দিরহাম জিতেছেন। বাংলাদেশি প্রায় ৬৬ কোটি ২৯ লাখ টাকার বেশি। ফোনে লটারিতে প্রথম পুরস্কার জয়ের খবর পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তিনি।
আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিটের সেপ্টেম্বর মাসের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ২ কোটি দিরহামের (বাংলাদেশি ৬৬ কোটি ২৯ লাখ ২ হাজা ১৩০ টাকার বেশি) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নুর নবী সরদার। শুক্রবার (৩ অক্টোবর) এই র্যাফেল ড্রয়ের নতুন কোটিপতির নাম ঘোষণা করা হয়েছে।
সেপ্টেম্বর মাসের প্রথম পুরস্কার বিজয়ী টিকিট নম্বর ০৩৫৩৫০। গত ১৪ সেপ্টেম্বর টিকিটটি কিনেছিলেন শারজাহতে বসবাসরত ৪৪ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী ট্যাক্সিচালক হারুন সরদার নুর নবী সরদার।
লাইভ ড্র চলাকালীন অনুষ্ঠানের সঞ্চালক রিচার্ড ও বুচরা ‘গোল্ডেন ফোনে’ এই সুখবর পৌঁছে দেন হারুনের কাছে। তখন হারুন যেন ভাষা হারিয়ে ফেলেন। তিনি ফোনের অপর প্রান্ত থেকে কেবল বলেন, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। অন্য ১০ জনকে সঙ্গে নিয়ে টিকিট কিনেছিলেন হারুন। এখন পুরস্কারের অর্থ সবার সঙ্গে ভাগাভাগি করে নেবেন বলে জানিয়েছেন তিনি।
২০০৯ সাল থেকে আমিরাতে বসবাস করছেন হারুন। গত ১৫ বছর ধরে তিনি আবুধাবিকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন। পরিবার দেশে থাকলেও তিনি প্রতি মাসে বিগ টিকিট কিনে আসছিলেন। তার বিশ্বাস ছিল, একদিন ভাগ্য বদলাবেই। আর এই স্বপ্ন দেখা কখনোই বাদ দেননি তিনি।
• অন্যান্য বিজয়ী
শুক্রবারের র্যাফেল ড্রতে আরও চারজন ৫০ হাজার দিরহাম করে জিতেছেন। তাদের মধ্যে আছে ভারতের শিহাব উমাইর, দুবাই প্রবাসী ভারতীয় সিদ্দিক পাম্বলাথ, আবুধাবি প্রবাসী বাংলাদেশি আলি হোসেন আলি ও দুবাই-শারজাহ প্রবাসী পাকিস্তানি আদেল মোহাম্মদ।
‘স্পিন দ্য হুইল’ প্রতিযোগিতায় কাতার প্রবাসী রিয়াজ অংশ নিতে না পারলেও তার মনোনীত প্রতিনিধি আশিক মোত্তম চাকা ঘুরিয়ে জিতে নেন ১ লাখ ৫০ হাজার দিরহাম। ভারতের কেরালার নারী প্রবাসী সুসান রবার্ট জিতেছেন ১ লাখ ১০ হাজার দিরহাম। এছাড়া আবুধাবি প্রবাসী আলিমুদ্দিন সোনজা জিতেছেন ৮৫ হাজার দিরহাম এবং আল-আইন প্রবাসী বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদও পুরস্কার জিতেছেন।
এছাড়া শারজাহ প্রবাসী আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী একই ড্রতে একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। আমিরাতের বিগ টিকিট কর্তৃপক্ষ বলেছে, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য লাইভ ড্রতে ২ কোটি ৫০ লাখ দিরহামের গ্র্যান্ড পুরস্কার ঘোষণা করা হবে। পাশাপাশি অক্টোবর মাসজুড়ে প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী পাবেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণবার।
সূত্র: খালিজ টাইমস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত