শিরোনাম
Passenger Voice | ০৪:০৩ পিএম, ২০২৫-১০-০১
সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন। ইতোমধ্যে সরকার তা অনুধাবন করছে এবং এই আইনের খসড়া তৈরিতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
বুধবার (১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সড়ক নিরাপত্তার সুনির্দিষ্ট প্রস্তাবনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় তারা।
এতে বলা হয়, সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির বহুমাত্রিক হওয়ায় সরকারের একার পক্ষে তা নিরসন করা সম্ভব নয়। এজন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও জানান, সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ক্ষতির পরিমাণ জিডিপির ৩ থেকে ৫ ভাগের সমান।
এ সময়, নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ভার্চুয়ালি যোগ দেন এবং নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত