দুঃখ-যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়: বিজয় থালাপাতি

Passenger Voice    |    ১২:৩৪ পিএম, ২০২৫-০৯-২৮


দুঃখ-যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়: বিজয় থালাপাতি

ভারতের তামিলনাডু রাজ্যে নিজের সমাবেশে পদদলনে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তামিলাগা ভেত্তরি কাঘাজাম (টিভিকে) দলের প্রধান অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপাতি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তামিল ভাষায় বিজয় লিখেছেন, "আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহ্য, অবর্ণনীয় যন্ত্রণা এবং দুঃখে কাতরাচ্ছি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

শোক জানিয়ে বিজয় লিখেছেন, “সমাবেশ প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাই। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি।”

এনডিটিভি লিখেছে, অভিনয়ের জগত থেকে রাজনীতির মাঠে আসা ৫১ বছর বয়সী বিজয়ের কারুর জেলার সমাবেশে পদদলনের ঘটনায় শিশুসহ অন্তত ৩৯ জনের মৃত্যু এবং আরও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই জায়গায় ‘অন্ততপক্ষে ৩০ হাজার মানুষ সমবেত’ হয়েছিল।

সমাবেশে উপস্থিত হতে বিজয়ের গাড়িবহরের ছয় ঘণ্টারও বেশি দেরি হয়, এর মধ্যে স্রোতের মতো মানুষ সমাবেশস্থলে এসে হাজির হয়। এক পর্যায়ে ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে ঘটনাটি ঘটে।

ভিড়ের চাপ অসহনীয় হয়ে উঠলে রাজনৈতিক দলটির কয়েকজন কর্মী ও শিশুসহ বহু মানুষ জ্ঞান হারিয়ে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, হঠাৎ মানুষের ভিড় বেড়ে যাওয়ার পর আতঙ্ক তৈরি হয়, চাপের কারণে অনেকেই তাদের পায়ের ওপর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না।

কর্মীদের সতর্ক সঙ্কেতের মুখে বিজয় মাঝপথে তার বক্তৃতা থামিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রচারণা বাসের ছাদে দাঁড়িয়ে তিনি অজ্ঞান হয়ে যাওয়া লোকজনকে সহায়তা করতে ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দিতে থাকেন।

এরমধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে আসলেও রাস্তা মানুষজনে পরিপূর্ণ হয়ে থাকায় ভেতরে ঢোকার পথ পাচ্ছিল না, এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বিজয়ের সমাবেশে এর আগেও ভিড়ের চাপে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছরের অক্টোবরে তার রাজনৈতিক দলের প্রথম সমাবেশেই অন্তত ছয়জনের মৃত্যু হয়েছিল।

তিন দশক ধরে বিজয় তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা। সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণি তারকা থালাপতি বিজয়।

তামিলাগা ভেত্তরি কাঘাজাম (টিভিকে) দল গড়ে তুলে গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি।

রাজনীতিতে নামার পর থেকে বিজয়ের সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হচ্ছে।

এর মধ্যে এক জনসভায় বিজয় বলেছিলেন, ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।’

টিভিকে একইসঙ্গে তামিলনাডুর ক্ষমতাসীন দল ডিএমকে এবং কেন্দ্রে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তীব্র সমালোচক।

২০২৬ সালের রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন বিজয়। তবে নির্বাচনে কোনো জোটে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর একমাত্র রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো রাজনৈতিক সুবিধার জন্য গড়ে ওঠা দল নয়।”

বিজয় আরও বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়াই হবে ক্ষমতাসীন ডিএমকে এবং তার দলের মধ্যে।

এই দক্ষিণি তারকার জন্ম চেন্নাইয়ে। তার আসল নাম যোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে তিনি ‘থালাপাতি’ নামে জনপ্রিয়।

বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর কলিউডের একজন নামকরা চিত্রপরিচালক ছিলেন। বাবার পরিচালিত ১৫টি সিনেমায় বিজয় কাজ করেছেন