কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

Passenger Voice    |    ০৫:৩৭ পিএম, ২০২৫-০৮-০২


কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। 

রেলওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রামুর রশিদনগর এলাকায় রেললাইনে উঠে পড়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সুলতানা বলেন, আমরা এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।