শিরোনাম
Passenger Voice | ১১:২২ এএম, ২০২৫-০৮-০২
২০১৩ সালে বলিউডে সাড়া জাগায় এক বিশেষ চলচ্চিত্র, যা শুধু বক্স অফিসে সফলতা পায়নি, জিতেছে প্রায় ৫৫টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। ছবিটি ছিল ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত- ‘ভাগ মিলখা ভাগ’।
রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই ছবিতে মিলখা সিংয়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করেন ফারহান আখতার। আর তার বিপরীতে বীরোর চরিত্রে দেখা যায় সোনম কাপুরকে। চমকপ্রদ তথ্য হলো, এই ছবিতে কাজের জন্য সোনম কাপুর নেন মাত্র ১১ টাকা পারিশ্রমিক! একান্ত ভালোবাসা ও সম্মানের জায়গা থেকেই তিনি এই ছবিতে যুক্ত হন।
‘ভাগ মিলখা ভাগ’ ছবি শুধু দর্শকের হৃদয় জয় করেনি, ঝুলিতে তুলেছে একের পর এক সম্মাননা। আইএডিবি-র তথ্য অনুযায়ী, ছবিটি মোট ৫৫টি পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যেখানে সেরা অভিনেতার পুরস্কার জেতেন ফারহান আখতার এবং ছবিটি সেরা চলচ্চিত্রের সম্মানও পায়। এছাড়া, ১৪টি আইফা পুরস্কার এবং ২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এসেছে ছবিটির ঝুলিতে।
আইএমডিবিতে-তে ছবিটির রেটিং ৮.২, যা এই ঘরানার বায়োপিকগুলোর মধ্যে অন্যতম সেরা বলে ধরা হয়। যারা এখনও ছবিটি দেখেননি, তারা ইউটিউব এ সাবস্ক্রিপশন নিয়ে দেখতে পারবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত