শিরোনাম
Passenger Voice | ১০:২৭ এএম, ২০২৫-০৬-১৭
ইঞ্জিনের হুইল স্লিপ (যান্ত্রিক ত্রুটি) করায় স্টেশন থেকে যাত্রা করে চার কিলোমিটার দূরে গিয়ে থেমে গেছে মধুমতি এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টার দিকে রাজশাহী নগরীর বুধপাড়া এলাকা ট্রেনটি থেমে যায়। এই ঘটনায় ট্রেন থামার ১৫ মিনিট পরে আবার যাত্রা করে মধুমতি।
জানা গেছে, মধুমতি এক্সপ্রেস রাজশাহী-ঢাকা রুটে চলাচল করে। ট্রনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। পথে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থেকে যায়। এরপরে লোকমস্টার ( ট্রেন চালক) একবার চেষ্টা করে কিছু দূর গিয়ে থেমে যায়। এর কিছুক্ষণ পরে আবার ট্রেনটি থেকে যায়। এর ফলে বনলতা এক্সপ্রেস ট্রেন ১৮ মিনিট লেট হয়েছে।
আরও জানা গেছে, এরপরে আবার হরিয়ান স্টেশনে গিয়ে থেমে যায়। সেখান থেকে ছেড়ে কিছুদূর গিয়ে আবার থেমে যায়। এরপরে ট্রেন আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে। এসময় বনলতা এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশন পার হওয়ার পরে আবার মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এনিয়ে হরিয়ান স্টেশন এলাকায় প্রায় ৪০ মিনিট লেট হয়।
নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মী জানান, মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে গিয়ে থেমে যায়। সেখান থেকে ছেড়ে কিছুদূর গিয়ে আবার থেমে যায়। এরপরে ট্রেনটি আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে। এসময় বনলতা এক্সপ্রেস ট্রেনটি চলে গেলে আবার মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্য। এনিয়ে হরিয়ান স্টেশন এলাকায় প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে ছিল মধুমতি ট্রেন।
ট্রেনের যাত্রী সুমন আহমেদ বলেন, রাজশাহী স্টেশন থেকে ছাড়ার পরে এখানে প্রায় ১৫ মিনিট থেকে ছিল। চালক একবার চেষ্টা করল কিন্তু একটু গিয়ে থেমে গেছে।
স্থানীয় বাসিন্দা কালু বলেন, অনেকক্ষণ মধুমতি এক্সপ্রেস ট্রেন থেমে ছিল। একবার ট্রেন ছেড়ে একটু গিয়ে আবার থেমে যায়। এরপর আবার চেষ্টা করে ট্রেনটি ছেড়ে চলে যায়।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, মধুমতি এক্সপ্রেস ট্রেনের হুইল স্লিপ (চাকা স্লিপ) করছিল। বৃষ্টির পানিতে ভিজে থাকার কারণে এমন সমস্যা হয়েছে। এর কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আস্ত আস্তে যাচ্ছিল।
কত মিনিট লেট হয়েছে এমন কথার উত্তরে তিনি বলেন, লেট হয়নি। আস্তে আস্তে যাচ্ছিল ট্রেন। হরিয়ান স্টেশনের রেলওয়ের কর্মীরা ইঞ্জিনের চাকার নিচে বালু দেবে। এরপরে মেরামতের কাজ করবে। এ কারণে রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনটি ১৮ মিনিট দেরিতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত