শিরোনাম
Passenger Voice | ০৩:৫৬ পিএম, ২০২৫-০৬-০৪
ঈদযাত্রায় এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩ জুন) বেলা ২টায় রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে কথা বলেন।
পরে ব্রিফিংয়ের সময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয় নাই। কালোবাজারি অনেক কমে গেছে, বলতে গেলে নাই এখন। তাও যে অভিযোগ আসছে না তা নয়। একজন বললেন, তিনি আসনসহ টিকিট কিনেছিলেন। তার টিকিট স্ট্যান্ডিং হয়ে গেছে।’
রেলপথের যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এবার রেলযাত্রায় কেউ যেন ছাদে ভ্রমণ করতে না পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রেনে আসন সংখ্যার অনুপাতে ২৫ শতাংশেরও বেশি স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের চাহিদা তুমুল।’
এ সময় রেলের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কোনোভাবেই ২৫ শতাংশের বেশি স্ট্যান্ডিং টিকিট বিক্রি করবেন না।’
বুধবার বেলা ২টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেন মিলিয়ে ৩১টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এগুলোর মধ্যে ৪-৫টা ট্রেন ৫ মিনিটের মতো দেরি করেছে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত