শিরোনাম
Passenger Voice | ০৫:০৫ পিএম, ২০২৫-০৬-০৩
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে রেলস্টেশনে সন্তান প্রসব করা মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবার পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার।
মঙ্গলবার (৩ মে) ভোররাত পৌনে ৪টার দিকে যশোরের কোতোয়ালী থানার রূপদিয়া রেলস্টেশনে ঘটে এমন ঘটনা।
পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এদিন ভোররাতে রেলস্টেশন থেকে স্টেশন মাস্টার বাবুল আক্তার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, স্টেশনের প্লাটফর্মে একজন নারী সন্তান প্রসব করেছে। তখন সেখানে মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় মা এবং সন্তানের জীবন বাঁচাতে দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানান তিনি।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. দ্বীন ইসলাম। তাৎক্ষণিকভাবে তিনি যশোর কোতোয়ালী থানায় এবং ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দেখার এবং দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স রেলস্টেশনে হাজির হয়। এরপর প্রসূতি ও নবজাতক ছেলে সন্তানকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে যশোর জেলা হাসপাতালের লেবার ওয়ার্ড-২ এ ভর্তি করিয়ে দেয়া হয়।
জানা গেছে, প্রসূতির বয়স আনুমানিক ২৫ এবং তিনি মানসিকভাবে অসুস্থ। এ রিপোর্ট লেখা পর্যন্ত, মা এবং নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত