শিরোনাম
Passenger Voice | ০৪:০৫ পিএম, ২০২৫-০৫-২৮
রাজধানীর পল্লবী মেট্রো স্টেশন থেকে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টার সময় এক যুবককে আটক করা হয়। পরে পল্লবী থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (২৭ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম (২৮)।
বুধবার (২৮ মে) দুপুরে এসব তথ্য জানান এমআরটি পুলিশের পরিদর্শক (এডমিন) সোহেল চৌধুরী। তিনি বলেন, পল্লবী স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে জাল টাকা দিয়ে টিকিট ক্রয় করার চেষ্টাকালে তাকে আটক করা হয়। তার কাছ থেকে জাল টাকার নোট উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।
আসন্ন ঈদকে কেন্দ্র করে জাল নোট চক্রের তৎপরতার চেষ্টা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
মেট্রোরেল স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে ছেঁড়া-কাটা ও জাল নোট গ্রহণ করে না। এতে জাল টাকা শনাক্তকারী মেশিনও রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত