নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর

Passenger Voice    |    ১০:৫৪ এএম, ২০২৫-০৫-২০


নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। মঙ্গলবার (২০ মে) সকালে  আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল সোমবার তাকে কারাগারে পাঠানো হয়।

অভিনেত্রীকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন অভিনেত্রীরা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীও নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার ঘটনাকে বিব্রতকর বলেছিলেন। 

অভিনেত্রীর জামিন নামঞ্জুর করার পর থেকেই তাকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলতে থাকে। 

রবিবার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়। এই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।