৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ

Samsuddin Chowdhury    |    ০৭:৪৮ পিএম, ২০২০-০৬-২২


৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ

জরিমানা ছাড়া মূল কর বা ফি জমা দিয়ে যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সময় ৩০ জুন পরিবর্তন করে আরো ৬ মাস সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।       

নতুন সড়ক আইন কার্যকর হওয়ায়  সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এর আগে ৩০ জুন পর্যন্ত এই সময় দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রজ্ঞাপন জারি করেছিল।

“গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর বা ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র চলতি বছরের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করার নির্দেশনা ছিল।” এদিকে আজ ২২ জুন রাষ্ট্রপতির সহকারী সচিব জসিম উদ্দীন স্বাক্ষরিত আরও একটি প্রজ্ঞাপনে ৩০ জুন থেকে পরিবর্তন করে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।      

প্রজ্ঞাপনে বলা হয়, অর্ধ বিভাগের ১৫ জুন ২০২০ তারিখের স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা  ব্যতীত মূল কর ও ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র হালনাগাদ করার করার জন্য নিম্নোত্ত শর্ত সাপেক্ষে সুযোগ প্রদান করা হলো।

এ বিভাগের গত ২০ জানুয়ারির  প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এ সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের উদ্দেশে ব্যাপক প্রচারের মাধ্যমে

আগামীতে খেলাপি যানবাহন মালিকদের আর কোনও সুযোগ দেওয়া হবে না মর্মে ঘোষণা প্রচার করবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শাস্তির মাত্রা বাড়িয়ে প্রণীত নতুন সড়ক পরিবহন আইন গত বছরের শেষ দিকে সরকার কার্যকর করার পর কয়েকটি ধারা নিয়ে আপত্তি তুলে ধর্মঘটে যায় পরিবহন মালিক-শ্রমিকরা।